বাগেরহাটে দূর্গোৎসবে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির শুভেচ্ছা বিনিময়
বাগেরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বাগেরহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।১১ অক্টোবর শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি, খানপুর, ডেমা, কাড়াপাড়া, ইউনিয়ন ও বাগেরহাট পৌরসভার বিভিন্ন দূর্গামন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ পুণ্যার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে তিনি বেমরতা, গোটাপাড়া, বারোইপাড়া, যাত্রাপুর ও ষাটগম্বুজ ইউনিয়নের বিভিন্ন দূর্গামন্দির পরিদর্শন করেন।বিএনপি নেতা এম এ সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে মন্দিরে মন্দিরে যাচ্ছি। সনাতন ধর্মালম্বীরাও আমাদের ভাই। তাদের সুখ দুখে আমরা আগে যেমন পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, দৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, হিন্দু বৈদ্য ঐক্য ফ্রন্টের জেলা সভাপতি প্রদীপ বসু সন্তু, জাসাস সভাপতি মো. কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাড সাজ্জাদ হোসেন, যুব নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, মনিরুজ্জামান মাননা, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।