• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ রাত ০৮:৩৪:৫৮ (10-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ রাত ০৮:৩৪:৫৮ (10-Mar-2025)
  • - ৩৩° সে:

বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবকদের দৈনিক মহাযুগের সম্মাননা স্মারক প্রদান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি: ঢাকার উত্তরায় বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক ব্যক্তিদের দৈনিক মহাযুগের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ১০ নম্বর খাল পার উত্তরা প্রেস ক্লাব ভবনে দৈনিক মহাযুগের সম্পাদক ও উত্তরা প্রেস ক্লাবের সভাপতি প্রার্থী ফরিদ আহমেদ নয়নের আয়োজনে প্রেস ক্লাবের হলরুমে এ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আফাজ এবং দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হেলাল তালুকদার।এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও উত্তরাস্ত ইশ্বরগঞ্জ ফোরামের সভাপতি মো. মজিবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।অনুষ্ঠানে সভাপতি প্রার্থী ফরিদ আহমেদ নয়ন বলেন, নির্বাচনে আমাকে সুযোগ দিলে এবং নির্বাচিত হলে সাংবাদিকদের কল্যাণে কাজ করতে চাই। সাংবাদিকদের জন্য একটি কল্যাণ ফান্ড করা হবে। যাতে করে কোনো সাংবাদিক ক্ষতিগ্রস্ত হলে বা অসুস্থ হলে সেখান থেকে তাকে সহায়তা করা যায়। এছাড়াও সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে করে প্রত্যেক সাংবাদিক তার দ্বায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে।এ সময় আরও উপস্থিত ছিলেন- উত্তরা প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের সদস্য দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক উত্তরা প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশন এবিএম মনিরুজ্জামান, উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশন মো. সেলিম কবির, দৈনিক প্রথম বেলা সাংবাদিক শাহ আলম, সিনিয়র সাংবাদিক জুয়েল আনন্দ, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রোজ, মাসুম বিল্লাহ, উত্তরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্যবৃন্দ।