• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে মাঘ ১৪৩১ রাত ০৮:৫১:১১ (01-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৯শে মাঘ ১৪৩১ রাত ০৮:৫১:১১ (01-Feb-2025)
  • - ৩৩° সে:

রশিদ গ্রুপ অব কোম্পানির কর্ণধারের রোগমুক্তির জন্য দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক: রশিদ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার, দেশের শীর্ষ স্থানীয় শিল্প উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ঢাকা হাইড এন্ড স্কীন্‌স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ ভূঁইয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন তাঁর পরিবার এবং গ্রুপভুক্ত প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাবৃন্দ।জানা যায়, গত ২৬ জানুয়ারি বিকেলে আবাসন প্রকল্প পরিদর্শনের জন্য ধানমন্ডীর বাসভবন থেকে দক্ষিণখানে যাওয়ার পথে গাড়িতেই তিনি হার্ট অ্যাটাক করেন।সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে লাইফ সাপোর্টে রাখার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যামবুলেন্সে সিংগাপুর নেয়া হবে। তাঁর পরিবার এবং গ্রুপভুক্ত প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।