• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৯:২২ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৯:২২ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রশাসনের আশ্বাসে খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট স্থগিত

খুলনা ব্যুরো: শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে প্রশাসনের আশ্বাসে ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্ট কালের ধর্মঘট স্থগিত ঘোষণা।ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্তে নেতৃবৃন্দ এ কর্মসূচি স্থগিতের এ ঘোষণা দেন।কর্মসূচি প্রত্যাহারের পর আজ ২৯ জানুয়ারি বুধবার সকাল ৮টা থেকে  পুনরায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোয় ট্যাংকলরিতে জ্বালানি তেল লোড শুরু  হয়। এর মধ্য দিয়ে ৩ ডিপোর সকল ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বাভাবিক হয়েছে।পরে সকাল ৯টায় খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যাালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফ্রিং করে গণমাধ্যমকে বিস্তারিত জানান সংগঠনির সভাপতি এনাম মুন্সি, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোড়ল আব্দুস সোবাহান এবং পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী।