• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:০৯:৪৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:০৯:৪৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় ধর্ম নিয়ে কটূক্তির মামলায় যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় অনন্ত কুমার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।৮ ফেব্রুয়ারি শনিবার সকালে তাকে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। অনন্ত কুমার উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু ভেবারঝাড় এলাকার শ্রী মংলু চন্দ্র বর্মনের ছেলে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেশের একটি টেলিভিশন চ্যানেলে ‘সৌদিতে খালি জায়গা পড়ে আছে, সেখানেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে: নেতানিয়াহু’  অনলাইনে প্রকাশিত নিউজের পোস্টে ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করে কমেন্টে মন্তব্য করেন অনন্ত কুমার। ধর্ম সম্পর্কে কটূক্তি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু ভেবারঝাড় এলাকা থেকে অনন্ত কুমারকে আটক করে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, স্যোস্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক কথাবার্তায় ধর্মীয় অনুভূতিকে আঘাতের অভিযোগে অনন্ত কুমারের বিরুদ্ধে প্যানেল কোর্টের ২৯৫ (ক) ধারায় মামলা হয়েছে।তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় শনিবার সকালে আসামি অনন্ত কুমারকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।