মেহেরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পিতা আশারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।১৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার করমদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশারুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় যৌন নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।ভুক্তভোগী নারীর অভিযোগ, তার পিতা করমদী গ্রামের কাজিপাড়ার আশারুল ইসলাম তাকে গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত মধ্যে রাতে জোরপূর্বক যৌন নির্যাতন করে এবং শয়ন কক্ষে এক সপ্তাহ আটকিয়ে রাখে। পরে বিষয়টি তার মাকে জানিয়ে সে ঢাকায় তার স্বামীর কাছে চলে যায়। এরপর গত ১৪ মার্চ গাংনী থানায় একটি মামলা দায়ের করে।মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌন নির্যাতনের ঘটনায় গাংনী থানার মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী। আসামি আশরাফুলকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।