পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের জামায়াতপন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের দ্বন্দ্বের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ২০ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের চারমাথা মোড় উপজেলা পরিষদ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, নানা অনিয়মের অভিযোগে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর সঙ্গে ইউপি সদস্যদের দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর সোমবার পরিষদের সদস্যরা চেয়ারমানের অপসারণ চেয়ে ইউএনও বরাবর অনাস্থা প্রস্তাব আনেন। বিষয়টি নিয়ে শুরু থেকেই বিএনপি নেতারা ইউপি সদস্যদের পক্ষ নিলে আজ বিকেলে উপজেলা পরিষদ এলাকায় জামায়াত নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়।এর জেরে সন্ধ্যায় উভয়পক্ষ লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে চৌমাথা মোড়ে অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, সেনাবাহিনীর সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।