• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৪:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২৪:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

তিনি অফিসে বসেই ধূমপান করেন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সরকারি অফিস যেন বাসা বাড়ি গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার। টেবিলে গ্যাস লাইটার ও সিগারেটের উচ্ছিষ্টাংশ রাখার জন্য পাত্র। হাতে জলন্ত সিগারেট। গা-ছাড়া ভাব নিয়ে অফিসের চেয়ারে বসে খুব আয়েশ করেই প্রকাশ্যে সিগারেট ফুঁকছেন খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান সিকদার। তার কক্ষে প্রবেশ করে দেখা যায় সেবা প্রার্থীদের সামনে বসেই ধূমপান করছেন। সরকারি অফিসে বসে কর্মকর্তার এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সেবা প্রার্থীরা।গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে নানা অনিয়মের অভিযোগের বিষয় জানতে তার অফিসকক্ষে গেলে প্রতিবেদকের সামনেই  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সিকদার চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান শুরু করেন। অথচ, ২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ ২৪ ধরনের স্থানকে পাবলিক প্লেস ঘোষণা দিয়ে সেসব জায়গায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে।সরকারি অফিসে বসে ধূমপান করার বিষয়ে জানতে চাইলে গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সিকদার বলেন, ‘আমি ধূমপান করি। তবে অফিসে সেবাগ্রহীতা থাকা অবস্থায় চেষ্টা করি না করার। আসলে এটা আমার উচিত হয়নি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবো না। এখন থেকে বিষয়টি নিয়ে আরও সতর্ক থাকবো।’এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, 'অফিসে বসে ধূমপান করা তার উচিত হয়নি। এ বিষয়ে তার সাথে আমি কথা বলবো। অফিসে বসে ধূমপান না করার জন্য অনুরোধ করবো।' এছাড়া অনিয়ম, দূর্নীতির অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানান।