• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৯:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৯:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সাপাহারে বই পড়ে ভাষা দিবস পালন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থীদের নিয়ে নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগারে বই পড়া উৎসব, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।২১ ফেব্রুয়ারি বুধবার সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে সদরের লাবনী সুপার মার্কেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী এসব আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় সাপাহার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাপ খন্দকার বলেন, ‘বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদেরকে আলোকপাত করা হয়েছে। বাড়তি জ্ঞানার্জনের লক্ষ্যে ভাষার মাসে স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে লাইব্রেরিতে বসে দিবসটি সম্পর্কে জানানো হয়। সেই সঙ্গে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিদ্যলয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই আয়োজন (বই পড়া উৎসব) করা হয়েছে।’অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।