• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৬:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৬:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে শপথ নিয়েছেন দেশটির ধনকুবের সুলতান ইব্রাহিম। আগামী ৫ বছরের জন্য মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে তিনি অভিষিক্ত হলেন।৩১ জানুয়ারি বুধবার কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে শপথ নেওয়ার পর তার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দেশটির জোহর রাজ্যের শাসক ছিলেন নতুন এই রাজা। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।গেল বছরের ২৭ অক্টোবর দেশটির রয়্যাল কাউন্সিল নতুন রাজা হিসেবে সুলতান ইব্রাহিমের নাম ঘোষণা করে। আজ শপথগ্রহণের মধ্য দিয়ে তিনি মালয়েশিয়ার সদ্যবিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহর স্থলাভিষিক্ত হলেন।প্রকৃত অর্থে মালয়েশিয়ায় এক ধরনের ব্যতিক্রমী রাজতন্ত্র চালু আছে। দেশটির ১৩টি প্রদেশের ৯টি’র প্রত্যেকটিতে এক একটি প্রাচীন রাজনৈতিক পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজা। ১৯৫৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া।রাজনীতির ঊর্ধ্বের বিষয় হিসেবে রাজতন্ত্রকে বিবেচনা করা হয়। কিন্তু নতুন রাজা সুলতান ইব্রাহিম তার স্পষ্টবাদিতা ও অনন্য ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। তিনি প্রায়ই দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন। সুলতান ইব্রাহিমের আবাসন থেকে শুরু করে খনি পর্যন্ত বিস্তৃত ব্যাপক ব্যবসা আছে। তার সংগ্রহে বহু বিলাসবহুল গাড়ি ও মোটরবাইক আছে।সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস ইন্টারন্যাশনাল একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি একজন সক্রিয় রাজা হতে চান। তিনি প্রস্তাব করেন, মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রলিয়াম ন্যাশিওনাল ও দেশটির দুর্নীতি দমন সংস্থা সরাসরি রাজার কাছে প্রতিবেদনে পেশ করুক।নবনির্বাচিত এ রাজার এসব বক্তব্যের প্রতিক্রিয়ার পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ফেডারেল সংবিধানকে মেনেই সব ধরনের মতামত নিয়ে আলোচনা চালানো যায়। রাজার মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ মতোই চলার কথা। তবে ফেডারের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে তারও কিছু বিবেচনামূলক ক্ষমতা আছে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা বলে যাকে তিনি বিবেচনা করবেন তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করার ক্ষমতা আছে তার।