• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪২:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪২:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

দুমকিতে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় সাপের কামড়ে বৃদ্ধ নিহত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ফজর নামাজ পড়ার জন্য উঠে সাপের কামড়ে আবদুস সোবহান হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার ভোর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরবয়রা গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে উপজেলার দক্ষিণ চরবয়রা গ্রামের সোবহান হাওলাদার ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ওজু করার জন্য পুকুরে যাওয়ার পথে ঘরের বাহির হলে তার পায়ে বিষধর সাপ আঘাত করে।পরে নামাজ শেষে তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা ওঝা ডেকে বিষ নামানোর চেষ্টা করলে তাতে কোন কাজ হয়নি। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে শিয়ালী নামক স্থানে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন।সাপের কামড়ে নিহত আবদুস সোবহান হাওলাদার চরবয়রা ৮নং ওয়ার্ডের মৃত্যু ইয়াছিন হাওলাদারের ছেলে ও ইউনিয়ন যুবদল নেতা মুসা হাওলাদারের পিতা। তিনি প্রতিদিনের মতো আজকেও নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠেন বলে জানায় পরিবারের সদস্যরা।