ফকিরহাটে মানবপাচার প্রতিরোধে নারীদের শপথ
বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মানবপাচার সচেতনতার মাস উদযাপন উপলক্ষে গণসচেতনতা বাড়ানোর জন্য মধ্য বাহিরদিয়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার বেলা ১২টায় ওই উঠান বৈঠকে আগত নারীরা মানবপাচার প্রতিরোধে শপথ গ্রহণ করেন।আন্তর্জাতিক সংস্থা ইউএস-এইডের অর্থায়নে ও ইউনরক’র কারিগরি সহায়তায় মানবপাচার প্রতিরোধে কাজ করা বেসরকারি সংস্থা রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাহিরদিয়া ইউপির নারী সদস্য নুরে জান্নাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোসা. মোমেনা বেগম। মুখ্য আলোচক ছিলেন আরডিএফের জেলা সমন্বয়কারী সামসুন্নাহার। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন আরডিএফের পিয়ার লিডার সৌরিনা আক্তার ও লাবনী আক্তার।উঠান বৈঠকে শতাধিক নারী ও কিশোরী অংশগ্রহণ করে মানবপাচার প্রতিরোধের কথা বলেন এবং সকলকে সচেতন করার শপথ নেয়।