মাহফুজ-বুবলির ‘প্রহেলিকা’ মুক্তি পেলো অস্ট্রেলিয়ায়
বিনোদন ডেস্ক: গত ঈদে দেশের হলে মুক্তি পাওয়া অভিনেতা মাহফুজ আহমেদ ও শবনম বুবলি জুটির প্রথম সিনেমা ‘মাহফুজ-বুবলির ‘প্রহেলিকা’ মুক্তি পেলো অস্ট্রেলিয়ায়’ এবার মুক্তি পেলো অস্ট্রেলিয়ায়।৫ আগস্টা শনিবার থেকে দেশটির ছয়টি শহরে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে বলে জানায় অস্ট্রেলিয়ায় চলচ্চিত্রটির পরিবেশক ‘পথ প্রডাকশন’ ও ‘দেশি ইভেন্টস’।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনির শেরাটন হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেন তারা।দীর্ঘ আট বছর পর এ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেছেন মাহফুজ আহমেদ, এখানে তার চরিত্রের নাম ‘মনা’। মাহফুজের সঙ্গে অভিনেত্রী বুবলি ছাড়াও প্রহেলিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামান।সিনেমার গান সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে। শ্রুতিমধুর গান যেমন দর্শক টানছে, তেমনি মাহফুজ ও বুবলীর রসায়নে মুগ্ধ হচ্ছেন দর্শকরা, আর সেসবই লিখছেন সোশ্যাল প্ল্যাটফরমে। এভাবেই সিনেমাটির কথা ছড়িয়ে পড়ে দেশে বিদেশে।চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার, ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।