• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১১:৫২ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১১:৫২ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

সিলেটে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দীপুর অভিষেক

ক্রীড়া ডেস্ক: নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে যুব বিশ্বকাপজয়ি শাহাদাত হোসেন দীপুর। বাংলাদেশের ১০২তম টেস্ট খেলোয়ায়ড় হিসেবে আজকে মাঠে নামবেন এই তরুণ টাইগার।এর আগের সিরিজে দলের সাথে থাকলেও অভিষেক হয়নি তার। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দময় ব্যাটিং করায় নির্বাচকদের নজরে কাড়েন দিপু। ঘরের মাঠের টেস্ট সিরিজে এবার তারই ফল মিললো ।শাহাদাৎ হোসেন দিপু২ ম্যাচের টেস্টের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।অনেকদিন পর লাল বলে মাঠে ফিরছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে ম্যাচ দিয়ে ৫ মাস পর সাদা পোশাকের ক্রিকেট লড়াইয়ে নামছে টাইগাররা। ২ টেস্টের এ সিরিজ খেলার মধ্যদিয়ে আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রবেশ করতে যাচ্ছে শান্তরা। ২০২৩-২০২৫ চক্রে নিউ জিল্যান্ডেরও এটি প্রথম সিরিজ।বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক) ও আজাজ প্যাটেল।