• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ভালুকা পৌরবাসীর উদ্দেশ্যে প্রশাসক জিসানের ৬ নির্দেশনা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নবনিযুক্ত পৌর প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) ভালুকা ফারহান লাবীব জিসান ভালুকা পৌরবাসীর উদ্দেশ্যে ৬টি নির্দেশনা প্রদান করেছেন। এই ৬ নির্দেশনা পালনের ফলে দ্রুত নাগরিক সেবা পেতে পৌরবাসী আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন।২৬ আগস্ট সোমবার সন্ধ্যায় ভালুকা পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি) ভালুকার অফিসিয়াল ফেসবুক পেজে এই নির্দেশনা দেন তিনি।ভালুকা পৌরবাসীর উদ্দেশ্যে দেয়া নির্দেশনায় তিনি নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, জন্ম/মৃত্যু সনদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি'র অতিরিক্ত কোনও ফি চাইলে কাউকে না দেয়ার জন্য অনুরোধ করেছেন, এমনকি অতিরিক্ত ফি চাইলে তাকে তার নাম জানাতে বলেছেন তিনি। ট্রেড লাইসেন্স প্রাপ্তির জন্য হাল সন পর্যন্ত পৌরকর পরিশোধের কপি সাথে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় যানবাহন হতে চলমান টোল আদায় বন্ধ ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, এরকম কেউ চাঁদা/টোল দাবি করলে পৌর কর্তৃপক্ষকে জানালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পৌর প্রশাসক জিসান পৌরসভার ভিতরে কোথাও ময়লা স্তূপাকারে থাকলে ছবি তুলে লোকেশন সহ উনাকে মেসেজ  কিংবা ফোন করে জানাতে অনুরোধ করেছেন তিনি। এ বিষয়ে তিনি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন বলে নির্দেশনায় উল্লেখ করেছেন। এমনকি বাসাবাড়ির ময়লা যদি পৌরসভা থেকে নির্ধারিত দিনে নেয়ার জন্য কেউ না যায় সেটিও জানাতে অনুরোধ করেছেন তিনি।নির্দেশনায় তিনি ভালুকা পৌরসভার কোথাও সড়ক বাতি ফিউজ অবস্থায় থাকলে তা জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন।এছাড়াও পৌরসভার পানি নিষ্কাশনে ড্রেইন কিংবা সড়ক নির্মাণের জন্য কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন দিতে অনুরোধ করেছেন প্রশাসক ফারহান লাবীব জিসান।সম্প্রতি প্রায় এক দশকের বেশি সময় ধরে পৌর কর্তৃপক্ষের উদাসীনতা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর পদক্ষেপের অভাবে ময়লার স্তূপে ভাগাড়ে পরিণত হওয়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের পশ্চিম পাশে অবস্থিত বটতলা মাজার সংলগ্ন এলাকা থেকে বর্জ্য অপসারণ কর প্রশংসায় ভাসছেন এই নবনিযুক্ত পৌর প্রশাসক।