• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫২:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫২:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন, প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন কয়েক দিন পরেই অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে জগ প্রতীকের মেয়র প্রার্থী চৌধুরী ফারিয়া আফরিনের বিরুদ্ধে পুনঃ সংবাদ সম্মেলন করেছেন নারকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী এস এম মাহতাব উদ্দিন কল্লোল।সোমবার বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ পুনঃ সংবাদ সম্মেলন করে।সন্ত্রাস-মাদক, দুর্নীতি-দুর্বৃত্তায়নমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শান্তিপূর্ণ-মানবিক মুন্সীগঞ্জ পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচন উপলক্ষে ১৫ দফা ইশতেহার ঘোষণা করেন এই প্রার্থী।এস এম মাহতাব উদ্দিন কল্লোল বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ক্ষমতায় আমার নেতা-কর্মীরা প্রচার-প্রচারণাসহ পোস্টার লাগাতে পারছে না। জগ প্রতীকের মেয়র প্রার্থীর লোক জন আমার কর্মীদের ভয়ভীতি, বাড়ি ঘরে হামলা, মাইক ভাঙচুরসহ নানাভাবে বাঁধা সৃষ্টি করছে।তিনি আরও বলেন, আমি থানায় অভিযোগ করেছি। জেলা নির্বাচন কর্মকর্তা ডিসিকেও লিখিত অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় প্রশাসনকে নিতে হবে।