• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২১:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২১:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে ৩ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্ধ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ আগস্ট বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নানের নেতৃত্বে উপজেলার করগাঁও হাওরে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।জানা যায়, উপজেলার বিভিন্ন হাওরে ও বিলে নিষিদ্ধ চায়না জাল, বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে প্রতিনিয়ত দেশীয় জাতের পোনা, ছোট, মাঝারি মাছ ধরা হয়। ফলে দিনে দিনে মাছের উৎপাদন একেবারেই কমে যাচ্ছে। স্থানীয় হাট-বাজারে খুব কমই দেখা মিলছে চিরচেনা এসব দেশি প্রজাতির টাকি, পুঁঠি, মলা, টেংরা, কই, ঢেলা, চাপিলা, শিং, গঁচি, মাগুর, চাঁন্দা, কাজলী, খৈলসা, রুই ও কাতল মাছ।কটিয়াদী উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে বুধবার সকালে করগাঁও হাওরে অভিযান চালিয়ে ২০টি চায়না দুয়ারী জাল, ২টি বড় কোণাবেড় ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব বাজার মূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানকালে জালের মালিকরা উপস্থিত না থাকায় কাউকে আটক করা হয়নি।উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, মৎস্যবিষয়ক আইন বাস্তবায়ন ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।