সিলেটে মর্টার শেল নিষ্ক্রিয় করল পুলিশ
সিলেট প্রতিনিধি: সিলেট নগরের সাহেবের বাজার এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে চার দিন আগে লোহার একটি বস্তু পেয়েছিলেন বিলাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি। তখনও জানতেন না সেই বস্তুটি আসলে কি, তাই তিনি সেটি বাড়িতে নিয়ে রাখেন।পরে ১০ জুলাই বুধবার বিকেলে সেটি বাজারের এক ব্যবসায়ীকে দেখান, তখন তিনি জানান, এটি একটি মর্টার শেল। পরে খবর জানানো হয় পুলিশকে। খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৮টায় মর্টার শেলটি নিষ্ক্রিয় করে মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন।তিনি জানান, গত ৬ জুলাই বিমানবন্দর থানাধীন ছালিরমহল গ্রামের কমলাদিঘীতে মাছ ধরতে গিয়ে পাওয়া বস্তুটি যে ভয়ংকর কিছু হবে, সেটি কুড়িয়ে আনার সময় বিলাল মিয়া বুঝতে পারেননি। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করি। অভিযানে অংশ নেন বোম্ব ডিসপোজাল ইউনিটের লিডার সার্জেন্ট আবু বক্কর শাওন ও এসআই মিল্টন রায় চৌধুরীসহ ইউনিটের সদস্যরা।