গাজীপুর থেকে নীলগাই গেল চকরিয়ায়
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের সাফারি পার্কের একটি পুরুষ নীলগাই কক্সবাজার চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।১৩ এপ্রিল রোববার রাত ৮টার দিকে গাজীপুরের সাফারি পার্ক থেকে বিশেষ ব্যবস্থাপনায় নীলগাইটি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসি এফ রফিকুল ইসলাম বলেন, বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর সাফারি পার্কে প্রাকৃতিক পরিবেশে বিচরণ করা একটি পুরুষ নীলগাই কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।