দিনাজপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় সবুজসংঘ বন্ধু মহল নৌকা বাইচ কমিটির উদ্যোগে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২ এপ্রিল বুধবার বিকেলে আলোকঝাড়ি ইউনিয়নের পশ্চিম বাসুলী ফরিদাবাদ শাহপাড়ার আত্রাই নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সরেজমিনে দেখা যায়, নৌকা বাইচ প্রতিযোগিতাটি উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ-শিশু জড়ো হয়। বিভিন্ন এলাকার ৮টি দল এ নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এ সময় উপস্থিত ছিলেন আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, আ স ম গোলাম কিবরিয়া জেহাদ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুর রাকিব (মুকুল), ইঞ্জিনিয়ার কাইদুর জামান আজাদ।এ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হায়াৎ নূর, গ্রামীণ ব্যাংকের ম্যানাজার সাহিদুল ইসলাম, পল্লী চিকিৎসক মোকলেছুর রহমান প্রমুখ।রশিদুল বাইচ ও ভবেশ বাইচ এবং ভাই ভাই বাইচ নৌকা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে খেলে। এতে প্রথম স্থান অধিকার করে রশিদুল বাইচ।প্রতিযোগিতা শেষে অতিথিরা প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি টিভি ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে একটি মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেন।