পঞ্চগড়ে সোলার প্ল্যান্ট চালুর দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে কেএসএলের চুক্তির ৩ বছর অতিবাহিত হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। চালু হয়নি করতোয়া সোলার প্লান্ট। এটি চালুর দাবিতে পঞ্চগড়ের করতোয়া সোলার প্ল্যান্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।১৮ জুলাই মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের করতোয়া সোলার লিমিটেড সংলগ্ন ময়নাগুরি গ্রামে এ কর্মসূচী পালন করা হয়। এতে স্থানীয় কয়েকটি গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে।মানববন্ধনে বক্তারা বিদ্যুৎ ঘাটতি পূরণ এবং ঘন ঘন লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে করতোয়া সোলার লিমিটেডের সোলার প্ল্যান্টটি চালুর দাবী জানান। এটি চালু হলে বিদ্যুতের ঘাটতি পূরনের পাশাপাশি স্থানীয় শিক্ষিত বেকারদের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয়রা।জানা যায়, পঞ্চগড়ের মানুষদের জীবনমানের উন্নয়নে ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু হওয়া ৩০ মেগাওয়াটের সোলার প্ল্যান্ট স্থাপন করছে করতোয়া সোলার লিমিটেড (কেএসএল)।