• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৫:০৫ (13-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩১ রাত ১২:৪৫:০৫ (13-Apr-2025)
  • - ৩৩° সে:

সুইড বাংলাদেশ রামপুরা শাখার সভাপতি মনির, সদস্য সচিব বকুল

নিজস্ব প্রতিবেদক: সুইড বাংলাদেশ রামপুরা শাখার ২য় তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার বিকেলে রাজধানীর বনশ্রীতে অবস্থিত হলি-ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের এ বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।সুইড বাংলাদেশ রামপুরা শাখার  সভাপতি ড. মনির আল-দ্বীনকে  পুনরাই সভাপতি ও বকুল চন্দ্র মহন্তকে নির্বাহী সম্পাদক করে তিন বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।বার্ষিক সাধারণ সভায় সুইড বাংলাদেশ রামপুরা শাখার সভাপতি ড. মনির আল-দ্বীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুইড বাংলদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাহিরুল ইসলাম মামুন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন টিআইটি অ্যাকাডেমির চেয়ারম্যান আসিফ ইকবাল।এ সময় বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকরা সমাজের বোঝা নয়। তাদেরকে বাদ দিয়ে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব না। আধুনিক চিকিৎসা, যথাযথ ফলোআপ ও প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রতিবন্ধীরাও আজ অনেক জায়গায় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তাদের উন্নয়নে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও বেশী সুনজর দিতে হবে।পরে দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এটিএম মমতাজুল করিম ২০২৫-২৭ নব- নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটিতে  ড. মনির আল আদ্বীনকে সভাপতি ও বকুল চন্দ্র মহন্তকে নির্বাহী সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী  অ্যাডভোকেট মোশারফ হোসেন মনির ও  অধ্যাপক ও সংগঠক জনাব মোঃ খুরশিদ আলম ।কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি যথাক্রমে কামাল উদ্দীন আহমেদ, আব্দুর রশিদ, মো. আব্দুল বারেক, যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম, অর্থ সচিব এজানুর রহমান, সাংগঠনিক সচিব রমেশ বেপারী, ক্রীড়া সচিব পঙ্কজ কুমার দাশ, সাংস্কৃতিক সচিব আরিফ চৌধুরী পলাশ, প্রচার ও প্রকাশনা এম হাফিজ, কল্যাণ ও পুনর্বাসন সচিব আরিফা আক্তার কাকন, সদস্য যথাক্রমে ইমেলদা হোসেন দিপা, শান্তি জান্নাত, মামুনুর রশিদ, রেখা রানী বিশ্বাস, তৌহিদুল ইসলাম।