• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৭:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৭:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

স্বাধীন দেশে গোলামির সংবিধান চলবে না: মামুনুল হক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, দীর্ঘ ১৫ বছর যাবৎ ভারত ও হাসিনা সরকার বাংলাদেশের জনসাধারণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। বাংলার মানুষ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। স্বাধীন দেশে গোলামির কোনো সংবিধান চলবে না।৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিশ জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ, আহতদের স্মরণ ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ পথসভায় আয়োজন করা হয়।মামুনুল হক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, বাহাত্তরের সংবিধান এটি এ দেশের সাধারণ মানুষের সংবিধান নয়।এটি ছিল ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া গোলামির সংবিধান। স্বাধীন দেশে আর গোলামির সংবিধান চলবে না। এ-দেশের মানুষ এখন সংস্কার চায়। দেশের অধিকাংশ মানুষের ইচ্ছা ও অভিপ্রায়ের ভিত্তিতে সংবিধান চাই।মহাসচিব আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের থাকতে পারি।বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারি।কিন্তু দেশের স্বার্থে বাংলাদেশের মানুষ এক ও অভিন্ন।সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাই দলমতের ঊর্ধ্বে থেকে দেশ প্রেম বুকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দেই।পতিত স্বৈরশাসক ও তার সহযোগীসহ সকল অপরাধীদের বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল রহমান সাজাওয়ার সঞ্চালনা করেন।অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মৌলানা শায়েখ ফয়েজ আহমেদ, সুনামগঞ্জ জেলাসহ সভাপতি মোল্লানা শাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালহা আহমেদ, মাসুম আহমেদ, মোওলানা কামরুল জামান প্রমুখ।