• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৫:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৫:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে পবিত্র আশুরায় তাজিয়া শোক মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি: পবিত্র আশুরা আজ। এটি বিশ্বের মুসলিম উম্মাহর কাছে শোকাবহ, তাৎপর্যপূর্ণ, মহিমান্বিত একটি দিন। হিজরি ৬১ সালের ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মাদ (স:)-এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা) সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। ইসলামের ইতিহাসে এই হৃদয়স্পর্শী ঘটনা ছাড়াও মহররম মাসের ১০ তারিখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন।মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ীরপক্ষ থেকে গদীনিশীন পীর আরিফুর রহমান বাবু ও শাহাজাদা বাধনের উদ্যোগে ১৭ জুলাই বুধবার বিকেল ৫টায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে ১শততম তাজিয়া শোক মিছিল ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়।তাজিয়া শোক মিছিলটি গড়পাড়া ইমামবাড়ী থেকে বের হয়ে ৫ কিমি হেঁটে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে বিষাদসিন্ধু থেকে ইমাম হুসাইন ও তার পরিবারসহ সকল শাহাদাতবরণ কারীদের স্মরণ করা হয়।এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা তাজিয়া শোক মিছিল ও ধর্মীয় আলোচনায় অংশ নেন। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকিরের মধ্যে দিয়ে দিনটি পালন করেন।