• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৩:২৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৩:২৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

ভূঞাপুর উপজেলা ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে।১ এপ্রিল মঙ্গলবার থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী। আলমগীর ছাব্বিসা গ্রামের মকবুল হোসেনের ছেলে। এই ঘটনায় রোববার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আয়নাল হকের বাড়িতে সালিস হয়।সালিসে ভূঞাপুর পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার রাশেদুল ইসলাম সেলিম, ভূঞাপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কমিশনার লায়লা খানম এবং পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার লিমনসহ অনেকে উপস্থিত ছিলেন।সালিসে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আলমগীরের সঙ্গে আমার ছোটবেলা থেকেই পরিচয়। এখনো মাঝে মাঝে কথা হয়।’ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে আলমগীরের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে।’ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি বলেন, ‘এই ঘটনার প্রতিবাদ করায় আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে আলমগীর ও তার লোকজন।’টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হর শুভ বলেন, ‘এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ভূঞাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করীম বলেন, ‘আলমগীরের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী। এই ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’