• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪২:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪২:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবির ৫ হলে প্রভোস্ট ও পরিবহণ পরিচালক নিয়োগ

টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের প্রভোস্ট এবং পরিবহণ পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।২৫ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক কয়েকটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে শহিদ জিয়াউর রহমান হলে আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবির হোসেন, জননেতা আব্দুল মান্নান হলে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়, শহিদ জননী জাহানারা ইমাম হলে সিপিএস বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. নুরজাহান খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সিপিএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইশতিয়াক আহমেদ তালুকদার এবং শেখ রাসেল হলে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রাশেদকে আগামী তিন ৩ বছরের জন্য প্রভোস্ট পদে নিয়োগ প্রদান করা হয়।  আলেমা খাতুনকে ভাসানী হলের প্রভোস্ট নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে হলের প্রভোস্ট হিসেবে তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।এছাড়া পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশারকে পরিবহণ পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।