সিলেটে চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তিতে যাত্রীরা
সিলেট প্রতিনিধি: পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ও গ্যাসের সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেট জেলায় আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা।সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোর থেকে সিলেটের আন্তজেলা ও মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সিলেটের কদমতলী বাস টার্মিনাল ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।দূরপাল্লার যানবাহন বন্ধ এবং নগরীতে যান চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।