রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ কর্মশালা
নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় দিনব্যাপী পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পৌয়তু মৌজার হেডম্যান কার্যালয়ে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের অ্যাগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে কর্মশালাটির উদ্বোধন করেন- উসিনু মারমা বান্দরবান জুনিয়র কর্মসূচি কর্মকর্তা। এতে সভাপতিত্ব করেন কারিতাস প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার।কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, হাবিবুল্লাহ মেজবা হেডম্যান প্রেমা তালুকদার, রাজস্থলী রেন্জ কর্মকর্তা তুহিনুল হক, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার, হেডম্যান, উথিনসিন মারমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খাযের, উপজেলা পল্লিসঞ্চয় কর্মকর্তা রতন দেব, প্রধান শিক্ষক ইউসুফ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, ধর্মীয় গুরু, সাংবাদিক, হেডম্যান ও কারবারিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।পার্বত্য অঞ্চলের পরিবেশ দূষণের জন্য তামাক চাষ, বৃক্ষ নিধন, কীটনাশকের ব্যবহার, পলিথিনের ব্যবহার, গৃহস্থালির বর্জ্য, পাথর উত্তোলন ও অপরিকল্পিত জুম চাষকে কর্মশালা থেকে দায়ী করা হয়।পরিবেশ রক্ষায় সকলে বেশি বেশি বৃক্ষ রোপণ করার পাশাপাশি পলিথিন ব্যবহারে ও পরিকল্পিতভাবে জুমচাষ এবং জৈবিকভাবে চাষাবাদের উপর গুরুত্বারোপ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণে উপস্থিত সকলকে নিজ নিজ প্রতিষ্ঠানে কাজ করার আহ্বান জানানো হয়।