তেঁতুলিয়ায় অবৈধ ড্রেজার দিয়ে পাথর উত্তোলন, লাখ টাকা জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরা বড়বিল্লা এলাকায় অনুমোদনহীন পাথর মহালে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে খন্দকার আরিফ হোসেন লিপটন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিবানা করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া সদর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম খানের নেতৃত্বে ১৬ জন বিজিবি সদস্যের একটি দল তেঁতুলিয়ার মাগুরা সীমান্ত (পিলার নং ৪৪১/৪এ) এলাকায় অভিযান চালায়। সেখানে অভিযুক্ত খন্দকার আরিফ হোসেন লিপটন সীমান্তের ১৫০ মিটারের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিলেন।খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু পাথর উত্তোলনকারী ব্যবসায়ী খন্দকার আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, ‘আমি জমির মালিক কাজী মাহবুবের কাছে লিজ নিয়ে পাথর উত্তোলন করছি।’ এ সময় তিনি পাথর উত্তোলনের দরপত্রকে অনুমোদন মনে করে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলছিলেন। অপরাধ বুঝতে পেরে স্বীকারোক্তি প্রদান করেন।স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ার কারণে অপরাধীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন না করার প্রতিশ্রুতি দেন।উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, অনুমোদনহীন পাথর মহালে পাথর উত্তোলন ও ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের অভিযান চলমান থাকবে।