সিলেটে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী জাহিদ
সিলেট প্রতিনিধি: সিলেট জেলার সাদীখাল ব্রিজ এলাকারসহ প্রায় ৫ শতাধিক প্লাবিত গ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।২০ জুন বৃহস্পতিবার দুপুরে সিলেটে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সকালে বিমানযোগে সিলেট পৌঁছে সাদীখাল ব্রিজে যান প্রতিমন্ত্রী।জাহিদ ফারুক বলেন, দেশে ৯টি ড্রেজিং স্টেশন করা হচ্ছে, নদীতে চর জাগলে তাৎক্ষণিক অপসারণ করা হবে। এতে যেমন নদী ভাঙন কমবে তেমনি নদী প্লাবিত হবে না।প্রতিমন্ত্রী বলেন, উজান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে পলিমাটি নেমে এসে নদীর তল দেশ ভরাট হয়ে যায়। ছোট ছোট চর জাগলে পানি উন্নয়ন বোর্ড যাতে তাৎক্ষণিক তা অপসারণ করতে পারে সে জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।এরপর মন্ত্রী বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিলেট সিটি করপোরেশনের মেয়রের সাথে কথা বলেন। এ সময় সারা দেশের বন্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে নদী খননের উপর জোর দেন তিনি।