• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১০:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১০:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে অন্তত ১০০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পাপুয়া নিউ গিনিতে বিশাল ভূমিধসে কয়েক ডজন লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২৪ মে শুক্রবার স্থানীয় সময় প্রায় ৩টায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশটির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাপুয়া নিউ গিনির এনগা প্রদেশের কাওকালাম গ্রামে এই বিপর্যয় ঘটে। খবর আল জাজিরার।অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদন অনুসারে, এতে প্রায় ১০০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ এই সংখ্যা নিশ্চিত করেনি।দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক বিবৃতিতে জানান, তিনি এখনো পরিস্থিতি নিয়ে স্বয়ংসম্পূর্ণ ব্রিফিং পাননি। তবে তিনি আশ্বস্ত করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্যোগের মোকাবিলায় কাজ করছে।‘আমরা এনগার প্রাদেশিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ, মরদেহ উদ্ধার ও অবকাঠামো পুনর্নির্মাণ উদ্যোগে সমন্বয় করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রতিরক্ষা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের পাঠাচ্ছি’, যোগ করেন প্রধানমন্ত্রী।