• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই পৌষ ১৪৩১ রাত ১০:০৯:১৮ (01-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই পৌষ ১৪৩১ রাত ১০:০৯:১৮ (01-Jan-2025)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে বিজিবির শীতবস্ত্র পেলেন প্রতিবন্ধী ও অসহায় মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বিজিবি। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে এসব বিতরণ করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ বিজিবির সদস্যরা। প্রবল শীতে শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত হয়েছেন এসব সাধারণ মানুষ।শাহেরা বেগম বলেন, বিজিবি কম্বল দিয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আমরা বিজিবির জন্য দোয়া করবো। গতবারও আমরা বিজিবির পক্ষ থেকে কম্বল পেয়েছিলাম। তাদের এ ধারাবাহিক অবদান সাধারণ মানুষের জন্য অনেক উপকারে আসছে। না হয় মানুষ অনেক শীতে ভুগত।অধিনায়ক লে. মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিজিবি সব সময় অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে থাকবে। এ সময় সকলকে দরিদ্র এসব মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।