মোংলায় চুরি-ডাকাতি প্রতিরোধে রাত জেগে এলাকাবাসীর পাহারা
বাগেরহাট প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতিতে চুরি-ডাকাতি প্রতিরোধে বাগেরহাটের মোংলার মিঠাখালী ইউনিয়নে চুরি-ডাকাতি ও মন্দিরে হামলার প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী।বিরাজমান পরিস্থিতে পুলিশের অনুপস্থিতির সুযোগে বিভিন্ন জায়গায় লুটপাট ও ডাকাতির মতো বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। তাই কোনো কোনো এলাকাতে ডাকাতি না হওয়া সত্ত্বেও আতঙ্ক তৈরি হয়েছে। এ কারণেই রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী।১৪ আগস্ট বুধবার দিবাগত রাত ৩টায় সরেজমিন ঘুরে দেখা যায়, অন্তত ১২টি নিরাপত্তা দলে বিভক্ত হয়ে পাহারা দিচ্ছে এলাকাবাসী। প্রত্যেক দলে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে।নিরাপত্তা দলের অন্যতম সদস্য ধীমান মন্ডল বলেন, ‘আমার বাড়ি এই এলাকায়। প্রত্যেক বাড়ি থেকে একজন করে নিয়ে আমরা এই নিরাপত্তা দল গঠন করেছি এবং রাতভর পাহারা দিচ্ছি। তবে এই এলাকায় কোথাও ডাকাতি হয়নি। একটি ভ্যান গাড়ি চুরি হয়েছিলো, পরে আমরা গাড়িসহ চোরকে আটক করছি।’এ বিষয়ে চটেরহাট পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের অনুপস্থিতিতে প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাঁরা একত্রিত হয়ে দায়িত্ব পালন করছেন, এটি একটি ভালো উদ্যোগ। আমরা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আবার শুরু করা হয়েছে।’