ইমরানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বর্তমান সরকার। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।১৫ জুলাই সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ কথা জানান। তিনি বলেন, দলটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পিটিআইয়ের অস্তিত্ব থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। পাকিস্তান ও পিটিআই সহাবস্থান করতে পারে না বলেও মন্তব্য করেন।আতাউল্লাহ জানান, পাশাপাশি তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কে পার্লামেন্টের সংরক্ষিত আসন দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করবে সরকার।উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্টে বর্তমানে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন ইমরান খানের দল পিটিআইয়ের। বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই নিষিদ্ধের সিদ্ধান্ত বলছেন সংশ্লিষ্টরা।