• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২০:৫২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২০:৫২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ফরিদপুরের সদরপুরে রূপচাঁদা বলে বিক্রি হচ্ছে বিষাক্ত পিরানহা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর জেলার কৃষ্ণপুর বাজারসহ বিভিন্নি হাটবাজারে সামুদ্রিক রূপচাঁদা মাছ হিসেবে প্রতিদিন বিক্রি করা হচ্ছে বিষাক্ত পিরানহা মাছ।দাম কম হওয়ায় সাধারণ মানুষ অন্য কোনো চিন্তা না করেই কিনে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।পিরানহা মাছ সাধারণত দুই প্রকার। ব্ল্যাক বেলি পিরানহা (কালো পেটওয়ালা) ও রেড বেলি পিরানহা (লাল পেটওয়ালা)। বিভিন্ন মাছ বাজারে খোঁজ নিয়ে জানা যায়, সদরপুরে মূলত রেড বেলি পিরানহা মাছ বেশি পাওয়া যায়। একটি অসাধু চক্র এই মাছ ভাঙ্গা মাছের আড়ৎ থেকে সদরপুরে আনার পেছনে দায়ী।পিরানহা হিংস্র এবং রাক্ষুসে মাছ। সারা বিশ্বে মানুষখেকো মাছ হিসেবে পরিচিত পিরানহা। পিরানহা মাছের চর্বি মানুষের শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। এ মাছে থাকা ফসফেট মানুষের মূত্র প্রদাহ সৃষ্টি করে, নারীদের বন্ধ্যত্ব সৃষ্টির অন্যতম কারণও হতে পারে এ মাছ। প্রস্রাবের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম ও রক্ত বের করে দেয়। পিরানহা মাছ খেলে মানসিক সমস্যাসহ মানুষের দেহে নানান রোগ সৃষ্টির আশঙ্কা রয়েছে।মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় বাংলাদেশ সরকার এ মাছকে ২০০৮ সালে নিষিদ্ধ ঘোষণা করেছে।কৃষ্ণপুরের এক মৎস্য ব্যবসায়ী বলেন, ‘এ মাছের চাহিদার ফলে আমরা মাছ বিক্রি করছি। নিষিদ্ধ ও বিষাক্ত কিনা জানি না।’সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এম.এম জাহাঙ্গীর কবির বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমরা শিগগিরই অভিযান পরিচালনা করব।‘