গাংনীতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে হজ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে গাংনী ইদগাহ ময়দান চত্বরে শফিকুল হজ এন্ড ওমরা ট্রাভেলসের আয়োজনে ও তাকওয়া হজ গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শফিকুল হজ এন্ড ওমরা ট্রাভেলসের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া হজ গ্রুপের পরিচালক মহাম্মদ মুরসালিন ।রোকনুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন স্থান থেকে আগত হাজিগণ ।