চট্টগ্রামে চোলাই মদের কারখানায় অভিযান, আটক ৪
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে চোলাই মদ তৈরির কারখানা থেকে একই পরিবারের তিনজনসহ চার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবক-যুবতীকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৮০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরি এবং সংরক্ষণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।২৭ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বালুছড়া এলাকায় রহমানিয়া খাজা ম্যানশন নামে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলো, আকাশ চাকমা (৩১), চিকু চাকমা (২৩), মিতালী চাকমা (৩৫) ও সুবির চাকমা (৩৯)। তারা সবাই খাগড়াছড়ি জেলার বাসিন্দা। এর মধ্যে চিকু, মিতালী ও সুবির ভাইবোন বলে জানিয়েছে পুলিশ।বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বালুচড়া এলাকায় একটি চোলাই মদের কারখানা গড়ে উঠেছে। পরে ওই এলাকার একটি ভবনে অভিযান চালায় পুলিশ।এ সময় চোলাই মদসহ চার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবক-যুবতীকে আটক করা হয়। তারা দেশীয় তৈরি পাহাড়ি চোলাই মদ সংগ্রহ ও ড্রামে মজুত করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।