• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৩:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৩:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

তিতুমীর কলেজে পুলিশ মোতায়েন

তিতুমীর কলেজ প্রতিনিধি: ১৮ নভেম্বর রাতে সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। এ কর্মসূচিকে ঘিরে কলেজে প্রায় তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।১৯ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে পুলিশ তিতুমীর কলেজ ক্যাম্পাসে অবস্থান করে। ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছে আন্দোলনকারীদের কিছু সংখ্যক শিক্ষার্থী। সব মিলিয়ে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে মহাখালী রেলগেইট এলাকায় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা যায়।আন্দোলনকারী শিক্ষার্থীরা গোলাম কিবরিয়া মুয়াজ জানান, ক্যাম্পাসের ভিতরে কীভাবে পুলিশ ঢুকলো একটার জবাব দিতে হবে। এর প্রতিবাদে আমরা ক্যাম্পাসের ভিতর একটি বিক্ষোভ মিছিল করবো। আজকে আমাদের কর্মসূচি ক্লাস-পরীক্ষা বর্জন চলমান থাকবে।পুলিশ জানায়, আন্দোলনের জন্য যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, আমরা ওই বিষয়টি দেখছি। আমাদের সদস্যরা শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানতে ক্যাম্পাসে গিয়েছিল। তারা আবার সাথে সাথেই ফিরে এসেছে।