• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৫৪:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৫৪:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁপাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আসমা খাতুন নামের এক শ্রমিক জানান, আমাদেরকে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। বকেয়া বেতনের দাবিতে আমরা সড়ক বন্ধ করে রেখেছি। বেতন না পাওয়া পর্যন্ত আমাদেরকে সড়ক থেকে কেউ সড়াতে পারবে না।আবদুল আজিজ নামের অপর এক শ্রমিক বলেন, কারখানায় কাজ করি মাস শেষে বেতন পাওয়ার জন্য। আজ বাধ্য হয়ে মহাসড়কে নেমে এসেছি। প্রতি মাসের বেতন মাসে না পাইলে ঘর ভাড়া দেওয়া যায় না। ঘর ভাড়া দিতে না পারলে বাড়িওয়ালা বিভিন্ন রকমের কথা বলে। আমরা পোশাক শ্রমিকরা আর কতদিন এসব কষ্ট সহ্য করব?গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।এ ব্যাপারে সিজন্স ড্রেসেস লিমিটেড কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায় নি।