• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫১:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫১:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে পড়ে সাজ্জাদ হোসেন (২০) নামে এক পোষাক শ্রমিক নিহতের ঘটনায় দুই দফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা কাজে যোগদান না করে প্রথমে কারখানার মূল ফটকে এবং পরে মহাসড়কে নেমে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এর আগে রোববার সন্ধ্যার পর ঘটনা জানাজানি হলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।পরে সেনাবাহিনী, ভালুকা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ এর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগের শিকার হন এই মহাসড়ক ব্যবহারকারী দূরপাল্লার যাত্রীরা।শ্রমিকদের অভিযোগ, ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেডের কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে সাজ্জাদ (২০)  মারা গেছেন। এসময় শ্রমিকরা এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল হুদা খান জানান, শ্রমিক নিহতের ঘটনায় জিডি মূলে ভিকটিমের লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রতিবেদককে জানান ওসি।