সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কুমিল্লায় প্রদীপ প্রজ্বলন
কুমিল্লা প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাঁদের আত্মার সংহতি ও আহতদের দ্রুত সুস্থতা কামনাসহ দেশ ও জাতির শান্তি কামনায় শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘ এবং বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার যৌথ উদ্যোগে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।১৬ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন সনাতনী ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ।ওই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশাঙ্গণ শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ সভাপতি ননি গোপাল পাল, সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক, শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের নয়ন দেবনাথ, সাধারণ সম্পাদক লিটন দাশ, সিনিয়র সদস্য অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকারসহ শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ, শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘ ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, ঘর-বাড়ি ভাঙচুর, লুটপাট ও মন্দিরে অগ্নিসংযোগ অনতিবিলম্বে বন্ধ করাসহ দোষীদের চিহ্নিত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।