• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:২১:০৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:২১:০৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য চেয়ারম্যান টাকা নিলেও দিলেন না দলিল

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৮নং চর গোপালপুর ইউনিয়নে ভূমিহীনদের জন্য বানানো সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর টাকার বিনিময় সচ্ছল ব্যক্তিদেরকে দেয়া ও ঘর দিয়েও ঘরের দলিল না দেয়ার অভিযোগ উঠেছে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. শামসুল বারী মনিরের বিরুদ্ধে।মেহেন্দিগঞ্জ উপজেলার চর গোপালপুর ইউনিয়নের মুজিববর্ষ আশ্রয়ন ৯ নং ওয়ার্ড (পূর্বকাজিরচর) গ্রামটি তেতুলিয়া নদীর ভাঙনের কারণে বিলীন হয়ে যায়। এরপর আবার জেগে উঠে। ঘর-বাড়ি ও জমি-জমা হারানো মানুষ ওই চরে বসবাস করছেন।ইউনিয়নটিতে ভূমিহীনদের জন্য প্রথম ধাপে ৩০টি ও দ্বিতীয় ধাপে ১৭০টি ঘর বরাদ্দ দেওয়া হয়। ভূমিহীনদের অভিযোগ, গরু, ছাগল বিক্রি করে ইউপি চেয়ারম্যানের হাতে হাজার হাজার টাকা তুলে দিলেও এখনো অনেকেই ঘর পাননি। যারা ঘর পেয়েছেন তারা জায়গার দলিল পাননি।নাম প্রকাশ না করার শর্তে আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসরত এক মহিলা বলেন, ‘আমরা ৫০ হাজার টাকা দিয়েছি এক বছর আগে। কিন্তু এখনও দলিল দিচ্ছে না। আমরা গরিব মানুষ হয়তো ঘরের দলিল দিক আর না হলে আমাদের টাকা ফেরত দিক।’মুজিববর্ষ আশ্রয়ন প্রকল্পের ৯ নং ওয়ার্ডের এক বাসিন্দা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘চেয়ারম্যান টাকার বিনিময়ে আমাকে ঘর দিয়েছে।’ বিনামূল্যের ঘরের জন্য টাকা কেন দিলেন জানতে চাইলে তিনি বলেন, টাকা না দিলে তো ঘর দেবে না। তাই আমি কার্যালয়ে গিয়ে ৩৫ হাজার টাকা দিয়েছি।‘এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মো. শামসুল বারী মনির বলেন, ‘ঘর তো আমি একা দেইনি; ইউএনও, ভূমি অফিসের কর্মকর্তারা বাছাই করে দিয়েছেন। আল্লাহর রহমতে আমার অনেক সম্পত্তি আছে, কেউ বলতে পারবে না কারো কাছ থেকে ওইসব টাকা নিয়েছি। আমিও চাই সত্য বের হয়ে আসুক। সামনে চেয়ারম্যান নির্বাচন তাই অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’