‘প্রধানমন্ত্রী সকল দূর্যোগে পাহাড়ের মানুষের পাশে দাঁড়ান’
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সাম্প্রতিক ভারী বর্ষণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। ১০ আগস্ট বৃহস্পতিবার বিকেল থেকে ত্রান তৎপরতা শুরু হয়। এমপি কুজেন্দলাল ত্রিপুরার তত্তাবধানে জেলা প্রশাসক মো. সহিদুল ইসলাম, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এ ত্রাণ তৎপরতা শুরু করা হয়।প্রথম দিনে বৃহস্পতিবার দীঘিনালার মেরুং ইউনিয়নের ১৫০০ পরিবার এবং খাগড়াছড়ি সদর ইউনিয়নের ৮৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন- এ জেলায় টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের এসব অসহায় মানুষের কথা ভেবে জেলা প্রশাসকের মাধ্যমে এসব ত্রাণ উপহার পৌঁছে দিচ্ছে।আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন বলেই দুর্যোগের প্রতিটা মুহূর্তে প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তা পাঠিয়েছেন। তিনি সব সময় আপনাদের কথা ভাবেন। তিনি সকল দূর্যোগের সময় আপনাদের পাশে দাঁড়ান।এ উপহারের ত্রাণ বিতরণকালে পৃথক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন, দীঘিনালার এসি (ল্যান্ড) আবুল হাসনাত খান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, দীঘিনালার মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানদত্ত ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, খাগড়াছড়ি ইউনিয়নের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থ বছরের দূযোর্গ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি মিনিকেট চাল, ১ কেজি দেশি মশুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুড়া, ২০০ গ্রাম হলুদের গুড়া, ১০০ গ্রাম ধনিয়া গুড়াসহ মোট ৮ প্রকার প্যাকেজ করা হয়েছে।