• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫২:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫২:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশী নিহত

কুমিল্লা প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নিজের দোকানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন কুমিল্লার বুড়িচংয়ের এক যুবক। নিহতের নাম আবুল হাসেম (৪২) । সে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের হাজী জুলফিকার আহমেদের সাত ছেলে দুই মেয়ের মধ্যে পঞ্চম। স্বপরিবারে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন।নিহতের ছোট ভাই রুহুল আমিন বুধবার বিকেলে জানান, রোববার রাত ১০ টার দিকে যুক্তরাষ্ট্রে থাকা তার ছোট বোন ফোন করে জানান, আবুল হাসেমকে তার নিজ দোকানে সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।৭ ভাই ২ বোনের পরিবারের মধ্যে বড় ভাই আব্দুল হক ১৯৯০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের যান। তারপর পালাক্রমে বাবা মা, পাঁচ ভাই ও ২ বোনকে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। দেশে থাকা ছোট ভাই রুহুল আমিনের যুক্তরাষ্ট্রে যাওয়ার সকল প্রক্রিয়া শেষের পথে। তিনি ৪ থেকে ৫ মাসের মধ্যে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য পাড়ি দেবেন।রুহুল আমিনের স্ত্রী ফারহানা পারভীন জানান, ১৮ বছর ধরে আবুল হাসেম তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেছিলেন। মাঝে কোভিড চলাকালীন সময়ে আবুল হাসেম কুমিল্লায় আসেন। তখন তিনি ৭ মাস কুমিল্লায় থাকেন। আবুল হাসেমের মরদেহ যুক্তরাষ্ট্রে দাফন করা হয়েছে।২৩ জুলাই রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায়  অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের পাশে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে।উল্লেখ্য, এর আগে ১৮ জুলাই মঙ্গলবার চট্টগ্রামের রমিম নামে আরেক যুবক যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের হাতে খুন হন। এই ঘটনায় তার নিজ গ্রামে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম ।