খাগড়াছড়ি কৈবল্যপীঠ মন্দির পরিচালনা কমিটি গঠন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি কৈবল্যপীঠ মন্দিরের কমিটি গঠন করা হয়েছে।৪ এপ্রিল শুক্রবার সকালে মন্দির পরিচালনা কমিটির গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য এক ভক্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতভাবে ধ্বনিভোটে অশোক মজুমদারকে সভাপতি, দিলীপ সেনকে সাধারণ সম্পাদক, বলরাম দে-কে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ সাধন খাস্তগীর ও স্বপন খাস্তগীরকে সাংস্কৃতিক সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।শুক্রবার বেলা ১২টায় খাগড়াছড়ি কৈবল্যপীঠ মন্দিরে আহ্বায়ক কমিটির ডাকে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে অশোক মজুমদার কে সভাপতি, দিলীপ সেনকে সাধারণ সম্পাদক, সাধন খাস্তগীরকে অর্থ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।এ সময় উক্ত মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ মন্দিরের পার্শ্ববর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিতি ছিলেন।অনুষ্ঠানে অদ্যসভা কর্তৃক গৃহীত গঠনতন্ত্র অনুযায়ী কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়। সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়।