• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৯:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৯:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: 'প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবতায়নে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগমের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ প্রমুখ।মেলায় ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন জাতের গরু-ছাগল, হাঁস-মুরগি, ঘোড়াসহ বিভিন্ন ধরনের পশুপাখি প্রদর্শন করা হয়।