• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২০:৩৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২০:৩৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

অল্পের জন্য প্রাণে বাঁচলো ৪ বন কর্মকর্তা!

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনবিভাগ থেকে পাহাড়ি মাঠি কাটার সংবাদে অভিযান পরিচালনা করে একটি ডাম্পার ও দুইটি মাটিভর্তি টলি গাড়ি জব্দ করেছে টেকনাফ বনবিভাগ। অভিযান চলাকালে বিট অফিসারসহ ৪ বন বিভাগের কর্মকর্তার গায়ের উপরে মাটিভর্তি টলি গাড়ি তুলে দিয়ে পালিয়ে যায় টলি চালক। এ ঘটনায় বন কর্মকর্তাদের তাৎক্ষণিক বিচক্ষণতার কারণে গাড়ি থেকে লাফ দিয়ে জীবন রক্ষা করেন তারা।৩০ জানুয়ারি মঙ্গলবার সকালে টেকনাফ বনবিভাগের সদর বিট কর্মকর্তা মো. আবুল কালাম সরকারের নেতৃন্তে হ্নীলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।এ বিষয়ে সদর বিট কর্মকর্তা মো. আবুল কালাম সরকার জানান, হ্নীলার কয়েকটি স্থানে পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে এমন খবরে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। এমন সময় মাটিভর্তি গাড়িগুলো আটক করতে গেলে এক টলি চালক আমাদের গায়ের উপরে চলন্ত গাড়িটি ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু আমাদের কর্মীদের বিচক্ষণতার কারণে আমরা প্রাণে বেঁচে যাই।তিনি আরও জানান, যারা সরকারি সম্পদ নষ্ট করে অবৈধভাবে পাহাড়ি মাটি কাটে, তাদের শনাক্ত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বনবিভাগের অগোচরে পাহাড়ি মাটি কাটার প্রতিযোগিতা চলছে। কেউ বনবিভাগের জমিতে নিজেদের সম্পদ বৃদ্ধি করতে মাটি কাটছে, আবার কেউবা মাটি বিক্রি করে লাখ টাকার মালিক হচ্ছে। এমন সময়ে বনবিভাগের অভিযানকে যথা উপযুক্ত বলে মনে করি। এ রকম অভিযান চলমান থাকলে যেমনি রক্ষা হবে পাহাড়ি বন সম্পদ, তেমনি ঠিক থাকবে পরিবেশের ভারসাম্য।