• ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ সকাল ০৭:৪৯:৫৯ (18-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৫ই মাঘ ১৪৩১ সকাল ০৭:৪৯:৫৯ (18-Jan-2025)
  • - ৩৩° সে:

খুলনায় যুবকের লিঙ্গ কর্তন করে যুবতীর পলায়ন

খুলনা ব্যুরো: খুলনায় শহিদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে পালিয়েছে তার প্রেমিকা। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে নগরীর ফেরীঘাট মোড় মৌসুমী হোটেলে এ ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত শহিদুল পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আজিবরের ছেলে।হোটেল ম্যানেজার মো. কাউয়ুম বলেন, শহিদুল ইসলাম ও তার কথিত প্রেমিকা রাত ৮টার দিকে মৌসুমী আবাসিক হোটেলে আসেন। তারা দু’জন নিজেদেকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলের ৪তলার ২নং রুমে অবস্থান করেন। রাত আড়াইটার দিকে শহিদুলের কথিত স্ত্রী ম্যানেজার কাউয়ুমকে ঘুম থেকে ডেকে উঠান এবং চার তলার ওই কক্ষে নিয়ে যান। শহিদুলের শরীরে রক্ত দেখে তিনি বিষয়টি জিজ্ঞাসা করলে পাইলসের সমস্য আছে বলে জানান। চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে বলে তাকে জানানো হয়। রাতে তাকে ইজিবাইকে করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পরে একটি ব্লেড উদ্ধার করা হয়।কথিত প্রেমিকের কথা জানতে চাইলে তিনি বলেন, শহিদুলকে হাসপাতালে রেখে সটকে পড়ে আশা নামের ওই তরুণী।