• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৯:১৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৯:১৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

আলোর মিছিলে আলোকিত শেরপুরের গারো পাহাড়

নকলা (শেরপুর) প্রতিনিধি: আজ ২৭ অক্টোবর শুক্রবার দুপুরে সমাপনী খ্রিষ্টযোগের মূল প্রার্থনা মধ্য দিয়ে শেষ হচ্ছে শেরপুর নালিতাবাড়ী বারোমারী সাধু লিউর খ্রিষ্টান ধর্মপল্লীর দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থ উৎসব।তীর্থ উৎসব উপলক্ষে বৃহস্পতিবার রাতে আলোর মিছিলে আলোকিত হয়েছিলো শেরপুরের সীমান্তঘেঁষা গারো পাহাড়ের বারোমারী ধর্মপল্লীর এলাকা। অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে আলোর মিছিলে নতুন করে প্রাণচাঞ্চল্য হয় খ্রিষ্ট ভক্তদের মধ্যে।‘মিলন, অংশগ্রহণ ও প্রেরণকর্মে ফাতেমা রাণী মা মারিয়া’ এই মূলসুরে ২৬ অক্টোবর বৃহস্পতিবার পুনর্মিলন, পাপ স্বীকার এবং পবিত্র খ্রিষ্টযোগের মধ্য দিয়ে শুরু হয় এ তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা। পরে রাত আটটায় বের করা হয় বিশাল আলোক শোভাযাত্রা। প্রায় অর্ধলক্ষ দেশি-বিদেশি রোমান ক্যাথলিক অনুসারীর অংশগ্রহণে আলোক শোভাযাত্রায় ভক্তদের মধ্যে নতুন করে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়।দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রিষ্টভক্তরা নিজেদের পাপ মোচনে মোম জ্বালিয়ে আলোর মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় মা মারিয়ার প্রতিকৃতির সামনে সমবেত হয়ে ভক্তি শ্রদ্ধা জানিয়ে অকৃপণ সাহায্য ও পাপ মোচনের প্রার্থনা করেন ক্যাথলিক ভক্তরা।শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ অতিক্রম ও মহা খ্রিষ্টযোগের মধ্যদিয়ে দুই দিনব্যাপী তীর্থ উৎসবের সমাপ্তি হয়।এদিকে, তীর্থ উৎসব উপলক্ষে বসেছে মেলা। এবার তীর্থ উৎসবে লোকসমাগম বেশি হওয়ায় লাভবান ব্যবসায়ীরা। মেলায় নানা ধরনের পণ্য পেয়ে খুশি তীর্থ উৎসবে আসা খ্রিষ্ট ভক্তরাও।