ঠাকুরগাঁওয়ে জনপ্রতি সর্বনিন্ম ফিতরা ৯০ টাকা
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জনপ্রতি সর্বনিন্ম ৯০ ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ফিতরা নির্ধারন করা হয়েছে।২৯ মার্চ শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় কাচারি জামে মসজিদে ঠাকুরগাঁও জেলার সকল মুসলমানদের জন্য এ সিদ্ধান্তের কথা জানানো হয়।ইসলামিক ফাউন্ডেশনের বরাত দিয়ে কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মাও. মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।খতিব বলেন, এ বছর ঠাকুরগাঁও জেলার জন্য জনপ্রতি সর্বনিন্ম ৯০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়।এ সময় তিনি রোজার মাহাত্ম ও মানুষের কল্যাণের বিভিন্ন দিক নিয়ে মুসলিম উম্মার উদ্দেশ্যে আলোচনা করেন। ফিতরা প্রদান করার মাধ্যমে সমাজের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিরও আহবান জানান তিনি।